ক্রীড়া প্রতিবেদক:
বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার দুটি কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এক বিজ্ঞপ্তিতে বাফুফে বুধবার জানিয়েছে, ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ আউয়াল।
এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।
ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউ জিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি আছেন।
ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ।
এর আগেও কিরণ ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও ছিলেন।
এমআই