এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক:
আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন এ স্রোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পলিথিন ও প্লাষ্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(৯ অক্টোবর বৃহস্পতিবার) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ইয়ুথ ফোরামের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।
ইয়ুথ ফোরামের সদস্য কেয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা রুপান্তরের জেলা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস, করেন বিএনপি নেতা সমাজ সেবক গিয়াস উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, ব্যবসায়ী পলাশ মৃধা, ইয়ুথ ফোরামের সদস্য রুমান হোসাইন, মাশরাফি হোসেন সানি।
সভায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বিকল্প ব্যাগ ব্যবহারে সচেতনতার লক্ষে সকলকে এগিয়ে আশাসহ সুন্দরবন রক্ষায় যত্রতত্র নদী খাল ও জলাশয়ে কোন অবস্থায় প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহবান জানান। কর্মশালা শেষে প্রধান অতিথি বাজার ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে রুপান্তরের ১০ হাজার পাটের ব্যাগ বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
একে