মোহাম্মদ মুরাদ হোসেন:
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ- বাংলাদেশ) পাবনা জেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(৯ অক্টোবর) ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও প্রধান সংগঠক নাঈম আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ যোবায়ের ইসলামকে আহ্বায়ক এবং মোঃ ইমাম হাসানকে সদস্য সচিব করে ৩০ সদস্যের একটি কমিটির অনুমোদন দেওয়া দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন - মোঃ সুমন আহম্মেদ, আরাফ রুবায়েদ, জালাল উদ্দিন রুমান, রুহুল আমিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন- মনিরুজ্জামান নাহিদ, শেখ নাজিউল্লাহ, সাইফ এবং চঞ্চল।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দেরা হলেন- রবিন, মিজানুর, হিমেল, তৌহিদ, জীবন, রাশিদুল,হিমেল, মাহাবুব,অন্তর, শাহীন, মাজেদুর, সাদ, গোলাম আজম, হুমায়ুন ফরিদ, মনিরুল, নাহিদ, নাঈম, ফাহিম, মাহমুদুল এবং আরিফ।
নবগঠিত এ কমিটির সদস্য সচিব বলেন, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল—এই আহ্বানের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের পথে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের দিয়েছে নতুন প্রেরণা—তরুণদের সাহসিকতা ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আমরা গড়ে তুলছি একটি নতুন যাত্রার সূচনা। এই নবযাত্রার মাইলফলক হিসেবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) একটি নয়া রাজনৈতিক সংস্কৃতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরো বলেন, এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য এবং দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশ গঠনের অভিযাত্রায় যুক্ত হওয়ার জন্য পাবনা জেলার আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।চলুন, ঐক্যের শক্তিতে গড়ে তুলি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
এমআই