ক্রীড়া প্রতিবেদক:
গত মঙ্গলবার ঢাকায় ফিরে বুধবার কেবল জাতীয় দলের সাথে অনুশীলন করতে পেরেছিলেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে সেরা একাদশে রাখার ব্যাপারে সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরাও বলেছিলেন, আরেকটু পরখ করে নিবেন সিদ্ধান্ত। মাত্র এক দিন সতীর্থদের সাথে অনুশীলন করা শোমিতকে বেঞ্চে রেখে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের সেরা একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ।
জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের টেবিলে ৪ করে পয়েন্ট সিঙ্গাপুর ও হংকংয়ের। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি টেবিলে নিজেদের অবস্থান উপরে তোলার সুযোগ বাংলাদেশের জন্য।বাংলাদেশ ভ্রমণ
হংকংকে হারাতে মাঝমাঠে গুরুত্বপূর্ণ ছিলেন শোমিত, কিন্তু কানাডা লিগে খেলা থাকায় তিনি দেরিতে যোগ দেন কাবরেরার ক্যাম্পে। লম্বা ভ্রমণ শেষে কানাডা থেকে ঢাকায় ফিরে এক সেশন অনুশীলন করা এই মিডফিল্ডারকে তাই সেরা একাদশে রাখেননি কোচ।
আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ অ-২৩ দলে দুর্দান্ত খেলেছিলেন। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনিই একমাত্র নতুন মুখ। অনুশীলনেও তিনি ভালো করেছেন এবং কোচ তার প্রতি সন্তুষ্ট থাকলেও প্রথম একাদশে রাখেননি। ভরসা রেখেছেন অভিজ্ঞ সাদের ওপরই।
সেরা একাদশে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া, ফাহমিদুলও। বাছাইয়ে এর আগে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পুরোটা সময় বেঞ্চেই কাটিয়েছিলেন। এ ম্যাচেও জামালের সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কাবরেরা। কৌশলী উত্তরে বাংলাদেশ কোচ বলেছিলেন, জামাল খেলুক বা না খেলুক, সে-ই অধিনায়ক।
শুরুর একাদশে আছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। ৪-৪-২ ফর্মেশনে পোস্টের নিচে আছেন প্রথম পছন্দের গোলরক্ষক মিতুল মারমা। রক্ষণে দুই সেন্টার ব্যাক কাজী তারিক রায়হান ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইট ব্যাকে তাজ উদ্দিনকে রেখেছেন কাবরেরা।
শোমিতের অনুপস্থিতিতে মাঝমাঠে হামজার সঙ্গী সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণভাগের দায়িত্ব উঠেছে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের কাঁধে।
২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মেহেদি হাসান মিঠু, জাহিদ হোসেন শান্ত, পাপ্পু হোসেন, কাজেম শাহ কিরমানি ও আল আমিনের। এদের মধ্যে চোটে ভুগছিলেন আল আমিন।
তবে চোট সমস্যা নিয়েই মূল দলে জায়গা পেয়েছেন তপু বর্মন।
একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এমআই