রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বুটেক্সে লোকসঙ্গীতের জাদুতে শুরু পাঁচ দিনব্যাপী 'অরণ্যের সুর-ফোক ফেস্ট ২.০'

রোববার, অক্টোবর ১২, ২০২৫
বুটেক্সে লোকসঙ্গীতের জাদুতে শুরু পাঁচ দিনব্যাপী 'অরণ্যের সুর-ফোক ফেস্ট ২.০'

মোঃ সাজ্জাদুর রহমান সজীব, বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গণে বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু হলো পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব “অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০”। বর্ণিল এই উৎসবটি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। 

পাঁচ দিনব্যাপী এই উৎসবের বিস্তৃত অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে সাহিত্য, নাটক, চলচ্চিত্র এবং সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে। 

১২ অক্টোবর (রবিবার) উৎসবের সূচনা হবে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে। ১৩ অক্টোবর (সোমবার) বুটেক্সের কদমতলায় অনুষ্ঠিত হবে পথ নাটক। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বুটেক্স অডিটরিয়ামে থাকছে থিয়েটার কর্মশালা “হাতে খড়ি”। ১৫ অক্টোবর (বুধবার) থাকছে শর্টফিল্ম প্রদর্শনী। 

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) উৎসবের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে থাকছে একাধিক অনুষ্ঠান। দুপুরে মেলা উদ্বোধন এবং দুপুরে ডিপার্টমেন্টাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় অতিথিদের আলোচনা সভা এবং রাতে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্সের মাধ্যমে ফোক ফেস্ট ২.০ এর সমাপ্তি ঘটবে।

বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌহান বলেন, “বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই বাংলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার দিকটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এবারে আয়োজন করছি আমরা "অরণ্যের সুর~ফোক ফেস্ট ২.০ ।”

তিনি আরও বলেন, “এ আয়োজনে শিক্ষার্থীরা লোকসাহিত্য ও লোকসংস্কৃতির ছোঁয়া পাবে, একইসাথে তাদের সৃজনশীলতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করবে 'অরণ্যের সুর'। এ আয়োজন ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীর সুষ্ঠু বিনোদনের খোরাক হিসেবে কাজ করবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের উদ্দেশ্য বুটেক্স সাহিত্য সংসদ কাজ করে চলেছে।”

বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, “অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০” আয়োজনটি আমাদের কাছে শুধুই একটা অনুষ্ঠান না, এটি আমাদের নিজেদের তৈরি একটা উৎসব। সারা বছর আমরা এই আয়োজনের জন্য অপেক্ষা করি। আশা করছি এই ফোক ফেস্ট সবাইকে একটু সময়ের জন্য হলেও সাহিত্য-সংস্কৃতির জগতে টেনে আনবে। নতুনরা অনুপ্রাণিত হবে, পুরোনোরা নিজেদের গল্প আবার খুঁজে পাবে।

উল্লেখ্য, বুটেক্স সাহিত্য সংসদের মূলমন্ত্র হলো ”সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়”। এই মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বুটেক্স সাহিত্য সংসদ।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল