মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৯ জন শিক্ষার্থীকে জাপানের নাগা ন্যাচারাল ইনভাইরোনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) স্কলারশিপ প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছর মেয়াদে প্রতিবছর ৪,০০০ ইয়েন সমমূল্যের আর্থিক সহায়তা পাবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার এবং প্রক্টর ড. মো. আরফান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. জাহিদুর রহমান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. জাহিদুর রহমান বলেন, নাগা ন্যাচারাল ইনভাইরোনমেন্ট ফাউন্ডেশন জাপানের একটি আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহায়ক সংস্থা, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। এই বৃত্তি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, আন্তর্জাতিক বৃত্তি শিক্ষার্থীদের জন্য সম্মানের বিষয়। এসব বৃত্তি তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রস্তুতিতে ভূমিকা রাখে।
একে