বিনোদন ডেস্ক : মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এদিকে তার মুক্তির দাবিতে উত্তাল জাতীয় প্রেস ক্লাব এলাকা।
শনিবার (১৪ আগস্ট) বিকালে বিক্ষুব্ধ নাগরিকজন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পেশার মানুষ পরীর মুক্তি দাবি করেছেন।
বক্তারা বলেন, ‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে?'
তারা আরও বলেন, 'তিনি একজন শিল্পী, তার হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকার বিরোধী কোন কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরিমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই।’
সময় জার্নাল/আরইউ