নোয়াখালী প্রতিনিধি: জেলার কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের এক দোকান থেকে ৪বস্তা ভিজিএফ এর চাউল জব্দের ঘটনায় মামলা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে, মুছাপুর ৫নম্বর ওয়ার্ডের শেখ ফরিদ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪২) ও মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরজাহান (৩৫)।
রোববার (২২ আগষ্ট) রাত ১০টার দিকে এ ঘটনায় প্যানেল চেয়ারম্যানসহ ২জনকে আসামি করে মামলা দায়ের করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজারের জামাল উদ্দিনের দোকান থেকে ৩০ কেজি ওজনের এক বস্তা ও ৫০ কেজি ওজনের ৩বস্তা চাল জব্দ করা হয়। এ চাল ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার নুর জাহান রেখেছে বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান, খবর পেয়ে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে বলা হয়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার চাউল জব্দের কথা নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না বাদী হয়ে দোকানদার ও মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সময় জার্নাল/আরইউ