মো. নিজাম উদ্দিন। লক্ষ্মীপুর : জেলার রায়পুর উপজেলার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ১৭১জন শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করা হয়েছে। জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিকে ৭শ’ টাকা, মাধ্যমিকে ৮শ’ টাকা, উচ্চ মাধ্যমিকে ১ হাজার টাকা এবং উচ্চতরে ১২শ’ টাকা হারে শিক্ষার্থীদের অনুদানের চেক দেওয়া হয়।
সোমবার (২৩ আগস্ট) উপজেলা সমাজসেবার আয়োজনে পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী।
চেক বিতরণ অনুষ্ঠানে এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নারীদের বিনা বেতনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নের সুযোগ, মেধাবীদের বৃত্তি প্রদানসহ নানা উদ্যোগে দেশের শিক্ষা খাতের অর্জন আজ সর্বত্র প্রশংসিত।’
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সময় জার্নাল/আরইউ