সময় জার্নাল প্রতিবেদক :
করোনাকালে সাধারণ ও নিম্নবিত্তের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন আহমেদ জানিয়েছেন, বয়োবৃদ্ধ মা'কে নিয়ে হসপিটালে যাবে। মা এখন হাঁটতে পারছেন না। ছেলে জানতে এসেছে হুইল চেয়ার পাওয়া যাবে কি'না। ফাউন্ডেশন থেকে হুইল চেয়ার পেয়ে মা'কে নিয়ে সে বেশ খুশী মনেই গতকাল হসপিটাল থেকে ডাক্তারের ফলোয়াপ সেরে এসেছে।
জীবন বাঁচাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যখাতে এখন যেসব সেবা সমূহ দেয়া হচ্ছে :
১. অক্সিজেন সিলিন্ডার
২. অক্সিজেন কনসেনট্রেটর।
৩. পালস অক্সিমিটার।
৪. নেব্যুলাইজার।
৫. হাই ফ্লো অক্সিজেন এর জন্য বাইপেপ মেশিন।
এসব মেশিন নিরবিচ্ছিন্ন চালাতে সম্প্রতি যুক্ত হয়েছে
৬. মোবাইল আইপিএস।
সদ্য মেডিকেল থাকা নিয়ে আসা রোগীকে বাসায় রাখার জন্য,
৭. মেডিকেল বেড, ইত্যাদি মিলছে শুধুমাত্র মানুষের সেবায়। যা নির্দিষ্ট দিন ব্যবহারের জন্য আপনি নিয়ে যেতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে।
৮. স্বল্পমূল্যে এম্বুল্যান্স (চট্টগ্রাম শহরে যে কোন স্থানে যাওয়ার জন্য ৭০০ টাকা এম্বুলেন্স ভাড়া নির্ধারিত থাকলেও ক্ষেত্র বিশেষে তাও দেয় হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। যেমন রাস্তার পাশে অসহায় কোন ব্যক্তিকে পড়ে থাকতে দেখলে ফাউন্ডেশনের নাম্বারে কল করলে ফাউন্ডেশন থেকে এম্বুলেন্স এসে উক্ত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালে দিয়ে আসবে)।
এছাড়া ফাউন্ডেশন পরিচালিত হ্যালো হসপিটালে প্রতিদিন মিলছে বিনামূল্যে ডাক্তার।
যেকোন সময়ে জরুরী সেবাগুলো আপনার আপনার নিকটস্থ যে কারো লাগতে পারে। রাতদিন ২৪ ঘন্টা যেকোন সময়েই কল করা যাবে। 01841040540
ঠিকানাঃ আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, গোলাম আলী নাজির পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম।
সময় জার্নাল/ইএইচ