ইসাহাক আলী। নাটোর: জেলার বড়াাইগ্রামে মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আহমেদ জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় নিহতের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে নাটোর-পাবনা মহাসড়কের আহমেদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুবায়ের আহমেদ জিহাদ বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। আহতরা হলো কায়েমকোলা গ্রামেরর শাহেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২০) ও সরোয়ার হোসেনের ছেলে মোঃ সবুজ হোসেন (২২)। তারা তিন জনই আহমেদপুর আজম আলী ডিগ্রী কলেদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।আহতরা বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝলমলিয়াা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/আরইউ