শাহিনুর ইসলাম প্রান্ত। লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় মায়ের দায়ের করা অভিযোগে মেহেদী হাসান মিঠুন (২০) নামে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিলশাদ জাহান এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মেহেদী হাসান মিঠুন উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া বিসিক এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রায় প্রতিদিন মাদক সেবন করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও মাকে মারপিট করে মাদকাসক্ত ছেলে মেহেদী হাসান মিঠুন। রোববার (২৯ আগস্ট) বিকেলে পুনরায় মাদকসেবন করে তার মা মনোয়ারা বেওয়াকে মারপিট করে। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে মা মনোয়ারা থানায় ফোন করে পুলিশী সহায়তা কামনা করেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিলশাদ জাহান ওই বাড়িতে অভিযান চালান। এ সময় গাঁজাসেবনের সরঞ্জামসহ মেহেদী হাসান মিঠুনকে আটক করে পুলিশ।
পরে মাদকসেবন ও মাকে মারপিটের সত্যতা স্বীকার করলে মাদকসেবনের অপরাধে মেহেদী হাসান মিঠুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে রাতেই তাকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।
সময় জার্নাল/আরইউ