রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রামে ধরলা অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত ২৪ ঘন্টায় আবারো বিকাল ৩ টার পর অবিরাম বৃষ্টির ফলে নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচেছ। অবনতি হয়েছে ব্রহ্মপুত্র অববাহিকার বন্যা পরিস্থিতি।
চিলমারী ব্রম্ম্রপুত্র পয়েন্টে ব্রহ্মপুত্রের নদের পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলায় চিলমারী ও উলিপুর উপজেলার প্রায় ২ শতাধিক চর ও দ্বীপ চরের মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। পানিতে নিমজ্জিতি হয়ে পড়েছে এসব এলাকার রোপা আমন ও সবজি ক্ষেত। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছে পানিবন্দি মানুষজন।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্নার্তদের জন্য ২৮০ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ করা হচ্ছে।
সময় জার্নাল/এমআই