রেজাউল করিম রেজা।কুড়িগ্রাম: জেলায় চলন্ত ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে জেলা সদরের ধরলা ব্রীজের পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে মোঃ হাবিবুল্লাহ(২৪) এবং নাগেশ্বরী উপজেলার নওয়াবস ইউনিয়নের ভাঙ্গা মোড় গ্রামের মোঃ এনামুল হক এর স্ত্রী রাবেয়া বেওয়া (৬২)।
কুড়িগ্রাম সদর থানার অফিসার খান মো শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ কুড়িগ্রাম সদর থানায় আনা হয়েছে। দুর্ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সময় জার্নাল/আরইউ