এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বন্যা পরিস্থিতি আর অবনতি। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দী জীবন যাপন করছে তারা ।
এছাড়া ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া এসব এলাকার অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাঙন। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা অব্যাহত কিন্তু জনগনের দাবি স্থায়ী ভাবে বাধ তৈরি করার যাতে তারা বন্যা কবলিত হওয়া থেকে স্থায়ীভাবে মুক্তি পায় ।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে এখন তা বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সময় জার্নাল/এমআই