রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন কর্তৃক সাংবাদিক আরিফুল ইসলামকে হত্যা চেষ্টা ও নির্যাতনের মামলায় এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
আজ রোববার দুপুরে শহরের শাপলা মোড়ে মানববন্ধনে সাংবাদিক ও সুধি সমাজ এ দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, রাজু মোস্তাফিজসহ অন্যান্য সাংবাদিক ও সুধিজন।
বক্তারা বলেন, ‘কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে হত্যা চেষ্টা ও নির্যাতনে জড়িত সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি’।
উল্লেখ্য, সাবেক জেলা প্রশাসকের নির্দেশে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০২০ সালের ১৪ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে ঘরের দরজা ভেঙ্গে ধরে এনে হত্যা চেষ্টা ও নির্যাতনের পর মাদকের মামলা দিয়ে জেলে পাঠান। পরে সাংবাদিকদের প্রতিবাদে ১৫ মার্চ তাকে জেল থেকে ছেড়ে দেয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি তৎকালীন জেলা প্রশাসক, জড়িত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
সময় জার্নাল/আরইউ