রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রাবির দুই উপ-উপাচার্যের মধ্যে দায়িত্ব বন্টন

মঙ্গলবার, সেপ্টেম্বর ২১, ২০২১
রাবির দুই উপ-উপাচার্যের মধ্যে দায়িত্ব বন্টন

নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত দুই উপ-উপাচর্যের মধ্যে বিভিন্ন অফিসসমূহের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষার গতিশীলতা নিয়ে আসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (২) ধারা অনুযায়ী, রাবির কর্মরত দুই উপ-উপাচার্যের মধ্যে বিভিন্ন অফিসসমূহের সংশ্লিষ্ট কার্যাদি নিম্নরূপে সম্পাদনের দায়িত্ও্য়ারুপ  হয়েছে- 

উপ-উপাচার্য-১ অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া- সহায়ক কর্মচারিদের সার্বিক বিষয়, শিক্ষা ও গবেষণা প্রকল্প, আর্কাইভস, বিশ্ববিদ্যালয় সৌন্দর্য বর্ধন, শরীরর্চা বিভাগ, স্টেডিয়াম ও অন্যান্য মার্কেট, পরিবহন, জুবেরী ভবন, শহীদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক কেন্দ্র, মিলনায়তন, ক্যাফেটেরিয়া, মানসিক স্বাস্থ কেন্দ্র, বিজ্ঞান ওয়ার্কশপ, আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর, সহায়ক কর্মচারীদের অর্জিত ছুটি মঞ্জুর, মনিটরিং সেল নিয়ন্ত্রণ করবে।

উপ-উপাচার্য-২ অধ্যাপক সুলতান-উল-ইসলামের দায়িত্বে থাকবে, সাধারণ কর্মচারীদের সার্বিক বিষয়, স্টুয়ার্ড শাখা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর , ভর্তি পরীক্ষা, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, শহীদ স্মৃতি সংগ্রহশালা, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরি, শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার, শিক্ষা ছুটি, প্রকাশনা, ঢাকা গেস্ট হাউস, কলেজ পরিদর্শক, চিকিৎসা কেন্দ্র, কৃষি প্রকল্প, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদ সৃষ্টি, শিক্ষকদের অর্জিত ও মাতৃত্ব ছুটি মঞ্জুর, সাধারণ কর্মচারিদের অর্জিত ছুটি মঞ্জুর।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল