সময় জার্নাল ডেস্ক :
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার শান্তা ভারত সরকারের স্কলারশিপসহ পিএইচডি ডিগ্রি গবেষণার সুযোগ লাভ করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমান সবুজ, পবিত্র গীতা থেকে পাঠ করেন মাইক্রোবায়োলজি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুজয় কুমার ভাজন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি স্মারক মানপত্র শারমিন আক্তার শান্তাকে উপহার হিসেবে দেওয়া হয়।
উল্লেখ্য সম্প্রতি শারমিন আক্তার শান্তা পিএইচডি গবেষণার জন্য ভারত সরকারের স্কলারশিপ MEA লাভ করেন। এই স্কলারশিপের আওতায় তিনি ভারতের পাটিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে ২য় বাংলাদেশী হিসেবে ক্রীড়া বিষয়ের উপর ৩ থেকে ৫ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে গবেষণা করবেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
সময় জার্নাল/ইএইচ