সময় জার্নাল ডেস্ক: ফোকসম্রাজ্ঞী মানিকগঞ্জ-২ (সিংগাইর) এর সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম আর নেই। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী৷ অবশেষে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ।
মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী৷ তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।
সময় জার্নাল/এমআই