কামরুল ইসলাম সজল: পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা, বিচরণস্থল সংরক্ষণ, পাখির নিরাপত্তা রক্ষায় প্রতিবছর ৯ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “পাখির মত গান গাই, উড়ে আর ভেসে বেড়াই”।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব রাজধানী ঢাকার মিরপুর দোয়ারি পাড়ায় প্রবর্তন ফাউন্ডেশন পরিচালিত স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিযায়ী পাখি সংরক্ষণ ও অন্যান্য বিষয় নিয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে সচেতনতামূলক একটি অ্যানিমেশন ছায়াছবি ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় ও শিশুদের জন্য একটি পাখি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এছাড়াও আশেপাশের শিশুদের মাঝে পরিযায়ী পাখি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও ফ্লাইয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানটি পূর্ব এশীয়- অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে পার্টনারশিপ, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও প্রবর্তন ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় সম্পন্ন হয়। বর্তমান বিশ্বের জলবায়ু ও পরিবেশের ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকট দরুন পাখির প্রজনন ব্যাপকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ কারণে পরিযায়ী পাখিরা সংখ্যায় দিন দিন হ্রাস পাচ্ছে । এই অবস্থা দূরীকরণের লক্ষ্যে সকল স্তরের মানুষের মাঝে সচেতন ও পাখির নিরাপদ বিচরণের জন্যই বিশ্বব্যাপী পরিযায়ী পাখি দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশে প্রায় ২৫০-৩০০ প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়। যারা পূর্ব এশীয়- অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে ও সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণ করে।
এমআই