বিনোদন ডেস্ক: এ বছরের সেরা রিজিওনাল ওয়েব সিরিজের পুরস্কার জিতল চঞ্চল চৌধুরী অভিনীতা ‘তাকদীর’। নিজের ফেসবুকে জানালেন এ সুখবর। তিনি লিখেছেন, আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সেরার পুরস্কার পেয়েছে তাকদীর। চঞ্চল চৌধুরীর প্রশংসিত ওয়েব সিরিজ তাকদীরের পাশে যুক্ত হলো ভারতের একটি বর্ষসেরা পুরস্কার।
সিরিজটি নির্মাণ করেছেন ঢাকার তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, সোহেল মন্ডল রানা, রিকিতা নন্দিনী শিমু ও ইন্তেখাব দিনার।
ভারতের বিনোদন শিল্পজগতে মার্কেটিং নিয়ে কাজ করে প্রোম্যাক্স। আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে হইচইয়ের তাকদীরের সঙ্গে প্রতিযোগিতায় ছিল জি-ফাইভের ‘এএলটি বালাজি’ ও হটস্টারের ‘এবং ভূত’। তাদের পেছনে ফেলে সেরা হয়েছে ঢাকার তাকদীর। ওয়েব সিরিজটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়।
হইচই বাংলাদেশের প্রধান শাকিব আর খান তার ফেসবুকে লিখেছেন, তাকদীর প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডসে গোল্ড ক্যাটাগরিতে বছরের সেরা আঞ্চলিক ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে। অভিনন্দন টিম তাকদীর!
একটি মরদেহবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে আবর্তিত সিরিজের গল্প। এর আগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কারেও সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে তাকদীর।
সময় জার্নাল/এলআর