নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : ‘বঙ্গবন্ধু বক্তৃতা মালা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল প্লাটফর্মে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে এর আয়োজন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান।
বঙ্গবন্ধু বক্তৃতা মালায় ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি: নবীন রাষ্ট্রের সার্বভৌমত্ত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
প্রবন্ধের উপর আলোচনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম।
সময় জার্নাল/আরইউ