আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দত্তেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১টার হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ম্যান হাসান মিয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
সময় জার্নাল/এলআর