নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে থামছে না সাম্প্রদায়িক হামলার ঘটনা। একের পর এক উসকানি দিয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছে কতিপয় দুষ্কৃতকারী। এবার ফেসবুকে পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি পোস্ট করাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত পোস্টদাতা ব্যক্তিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) রাতে পরেশ চন্দ্র নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বি সার্কেলের এএসপি কামরুজ্জামান।
তিনি বলেন, গ্রেপ্তার যুবককে আটক করে পর রংপুরে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে। পরেশ রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা গ্রামের প্রসন্ন চন্দ্রের ছেলে ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরেশ চন্দ্র পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি ফেসবুকে দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা পুরো উপজেলার লোকজনকে উসকে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পীরগঞ্জ বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা চালায় উগ্র সাম্প্রদিক গোষ্ঠী। এসময় তারা ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, অর্ধ শতাধিক বাড়ি ভাঙচুর করে, নগদ অর্থ ও মালামাল লুটপাট করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৪২ জনকে আটক করা হয়েছে বলে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ৪২ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও অনেকের কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট কারো নাম নেই।
সময় জার্নাল/আরইউ