এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাইয়েদা ফয়জুন্নেছা ।
আগে তিনি রেল মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস এর মাধ্যমে তিনি প্রশাসনিক ক্যাডার হিসেবে সরকারী চাকুরীতে প্রবেশ করেণ। তাঁর নিজ জেলা খুলনা।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লিটন আলী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছাকে দায়িত্ব ভার বুঝিয়ে দেন। এদিন বিকাল ৪ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুভেচ্ছা বিনিময় ও সদ্য বিদায়ী নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে বিদায় জানান উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ শোয়েল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, শেখর ভক্ত প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা সমৃদ্ধশালী চিতলমারী গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এমআই