নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারী সংস্থা জেনুইন এন্টার প্রাইজ লিমিটেড এর ডুবরী দল পাটুরিয়া ঘাটে পৌঁছেছে। সোমবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি উদ্ধারের জন্য ৫০ সদস্যর একটা টিম এসে ঘটনাস্থলে পৌছায়।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, জেনুইন এন্টার প্রাইজের সাথে আমাদের মৌখিক চুক্তি সম্পাদন হয়েছে। তাদের সকল ইকোইভমেন্ট আসলে তারা ফেরি তুলতে কাজ শরু করবে।
এটা তুলতে কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, জেনুইন এন্টার প্রাইজ লিমিটেড কতৃপক্ষ আমাদের কাছে তারা দুই কোটি টাকা চেয়েছে। আমরা তাদের জানিয়ে দিয়েছি ফেরি উদ্ধারের কাজ শুরু করতে।
জেনুইন এন্টারপ্রাইজ প্রাইজ লিমিটেড এর ডুবরি দলেন প্রধান,আব্দুর রহমান বলেন, রোববার বিকেলে নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ ভোরে ঘাটে এসেছি। আমাদের আরো সদস্য পথে রয়েছে। পথে যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়ার মালামাল বোঝাই ট্রাক।
তিনি বলেন, নদী পথে আমাদের নিজস্ব ৬টি উইন্স ভার্জে ৬টি পল্টন সহ আসছে ৬ ইঞ্চি ওয়ার। প্রতিটি পল্টন ওয়েট টানবে চারশো টন। আমাদের ডুবরীদল সহ তিন ইঞ্চি ওয়ার ঘাটে আসা মাত্র আমাদের প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদী পথে ৬টি উইন্স ভার্জের আসা ৬টি পল্টন ভর্তি ইকোইভমেন্ট। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চারদিন সময় লাগবে।
ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (২৭ অক্টোবর) সকাল নয়টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহনসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির পেছনের বাম দিক থেকে পানি ওঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের পন্টুনে ভেরা মাত্রই ফেরিতে তিনটি পণ্যবাহী যানবাহন দ্রুত ফেরি থেকে নেমে যায়।
সময় জার্নাল/এলআর