সময় জার্নাল প্রতিবেদক :
"রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ
আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ"
-এই প্রতিপাদ্যে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট 'জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস' পালন করেছে।
মঙ্গলবার অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
এরপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বেছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম নুরুন্নবী লাইজু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান স্যার, উপদেষ্টা অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্স স্যার, উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডা. তাপস বোস স্যার, সহকারী অধ্যাপক ডা. জোবায়দা জান্নাত ম্যামসহ আরো অনেকে।
এরপর সন্ধানীতে ১০ বারের অধিক রক্তদাতাদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এছাড়াও 'নিজের প্রথম রক্তদানের অভিজ্ঞতা' নিয়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সময় জার্নাল/ইএইচ