বিশেষ প্রতিবেদক :
আইসিটি বিভাগের প্রথম গ্রাজুয়েটগণের সাময়িক সনদ প্রদানের মাধ্যমে এক সফল স্বপ্নের বাস্তবায়ন ঘটালো কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।
৩০ অক্টোবর বেলা সাড়ে ৩ টায় এক অনাড়ম্বর সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম প্রধান রূপকার ও প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মোঃ জহরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী, ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ মামুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহিদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এস এম হাসিবুর রশীদ।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ মোছা. ইসমত আরা খাতুন। অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম এবং প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহানি আমরিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরিফুর রহমান এবং স্মৃতিচারণ করেন জয়া, আদিত্য, হাবিব, সুরভী, নওশীন প্রমূখ।
সনদ বিতরণ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
সময় জার্নাল/ইএইচ