নিজস্ব প্রতিবেদক: আবারও দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোট এসএটিআরসির ২২তম আন্তর্জাতিক সম্মেলনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বাংলাদেশ।
বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উপ-পরিচালক জাকির হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিকেশন (এপিটি) তত্ত্বাবধানে গত ১ নভেম্বর শুরু হওয়া দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোট (এসএটিআরসি) ৩ দিনব্যাপী ২২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এসএটিআরসিভুক্ত ৯টি দেশ যথাক্রমে- বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ এপিটিরর সেক্রেটারি জেনারেল ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিতিতে বাংলাদেশকে ২০২৩ মেয়াদে সংস্থার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও বর্তমান মেয়াদের কমিটিতে বাংলাদেশকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ৩ দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভার বিভিন্ন সেশনে বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের নেতৃত্বে বিটিআরসির কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বিটিআরসি জানায়, ৩ দিন ব্যাপী চলমান এই কাউন্সিলের দ্বিতীয় দিনে এসএটিআরসির ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে অনুষ্ঠিত হেড অফ রেগুলেটর্স মিটিং এ
আগামী ২০২৩ সালের দক্ষিণ এশিয়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সম্মেলন (এসএটিআরসি-২৩) সভা এবং ২০২২ সালে এসএটিআরসি- ওয়ার্কিং গ্রুপ অন পলিসি রেগুলেশন এন্ড সার্ভিসেসের সভাও বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা বা আইটিইউ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির উদ্যোগে ১৯৯৭ সালে এসএটিআরসি গঠিত হয়। এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, নিয়ন্ত্রক প্রবণতা, টেলিযোগাযোগ উন্নয়নে কৌশল এবং টেলিযোগাযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে।
এমআই