বিশেষ প্রতিবেদক :
কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে নবীন বরণ ও স্নাতক ডিগ্রি সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। ০৬ নভেম্বর, ২০২১ সোমবার বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলা বিভাগের প্রভাষক মো. আব্দুল গাফফার। পবিত্র গীতা থেকে পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী প্রীতি দাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী তার বক্তব্যে নতুন শিক্ষার্থীদেরকে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ জীবন সুন্দর কামনা করে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিবক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ও প্রোগাম সমন্বয়কারী এস এম হাসিবুর রশিদ তামিম। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক ড. মো. মহিবুল ইসলাম ও মো. আব্দুল গাফফার এবং বিভিন্ বষের শিক্ষার্থীরা।
এসময় বাংলা বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য মহোদয়। প্রথম পর্ব শেষে বিকেল তিনটা থেকে রাত আটটা পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশ্রগহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সওরয়ার মুর্শেদ রতন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আল-বুখারী অনিক ও মিথিলা হক কথা।
সময় জার্নাল/ইএইচ