শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভর্তি পরীক্ষা আজ। শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর স্ব স্ব কেন্দ্রে শুরু হয় এ পরীক্ষা।

ভর্তি পরীক্ষায় তিন হাজার ২০১টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৬৪৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা ‘ক’ এবং ‘খ’ দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। চুয়েট ক্যাম্পাসে ৫০০০১-৫৭৪৫৫ এবং ৫৮৫০১-৫৯৫৪৫, কুয়েট ক্যাম্পাসে ৬০০০১-৬৬৯৬৩ এবং ৬৮৫০১-৬৯৪৮৪ ও রুয়েট ক্যাম্পাসে ৭০০০১-৭৮১৯২ এবং ৭৮৫০১-৭৯৫০৮ রোলধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সমন্বিত এ ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি আসন, কুয়েটের এক হাজার ৬৫টি আসন এবং রুয়েটের এক হাজার ২৩৫টি আসন রয়েছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল