তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীতে সকালটা শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিতে। বৃষ্টি উপেক্ষা করেই কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা দিয়েছে সাত কলেজে ভর্তিচ্ছুদের। পরীক্ষা দিতে আসতে কিছুটা ভোগান্তি পোহাতে হলেও, পরীক্ষা শেষে স্বস্তি প্রকাশ করেছে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকরা। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী
শনিবার (১৩ নভেম্বর) ঢাকার ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। একটু ভোগান্তি নিয়েই পরীক্ষা দিতে আসা। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, আর পরিবেশটাও ভালো ছিল। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা হয়েছে।
ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে তিতুমীর কলেজের ছাত্র সংগঠন ও জেলা ছাত্র কল্যাণ পরিষদ গুলোকে নানা ধরণের কর্মসূচি পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের সাহায্যে করার জন্য বুথ বসিয়ে প্রয়োজনীর তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র রাখার ব্যবস্থা করেন
কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ও অন্য সংগঠনগুলো।
ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের নির্দিষ্ট হলরুমে পৌঁছে দেওয়াসহ নানান ভাবে সহযোগিতা করেছে। এছাড়াও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরও সহযোগীতা করতে দেখা গেছে।
কলেজ প্রশাসনের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলায় কাজ করছেন।
এমআই