মো. মাইদুল ইসলাম: কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা পরীক্ষার মধ্য দিয়ে আজ শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো ঢাকায়। বৃষ্টির মধ্যেই ভর্তিচ্ছুদের সাহায্যে, সরকারি তিতুমীর কলেজের "ইলিশের বাড়ী" চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বসে ‘হেল্প ডেস্ক'।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১০ টায় শুরু হওয়া কলা ও সামাজিক অনুষদের পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে এই হেল্প ডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা, মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, মোবাইল, ব্যাগ, ঘড়ি, সাইকেল, বই জমা রাখা সহ বিভিন্ন সহযোগিতা করা হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, জেলার ছাত্রকল্যাণ এর এই উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক ছিলো। পরীক্ষার্থীরা বলেন, আমাদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে এসেছে তারা।
"ইলিশের বাড়ী" চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ,সরকারি তিতুমীর কলেজের সাধারণ সম্পাদক এম.কে হাসান সবুজ বলেন, গত দুটো ভর্তি পরিক্ষার মতোই আজও আমরা বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসি। আমরা চাঁদপুর থেকে আগত ছাত্র-ছাত্রীদের কল্যানে এবং সার্বিক সহযোগীয় থাকতে "ইলিশের বাড়ী" তিতুমীরে একখন্ড চাঁদপুর ছাত্রকল্যাণ প্রতিষ্ঠা করি ২০২০ সালে। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মানবিক বিভাগের ভর্তি পরিক্ষায় ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় গতকাল রাত থেকে ছাত্র-ছাত্রীদের যেকোন যোক্তিক প্রয়োজনে পাশে ছিলাম।
আবাসিক ব্যবস্থা, মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, মোবাইল, ব্যাগ, ঘড়ি, সাইকেল, বই আজ ভোর ৭ টা থেকে "ইলিশের বাড়ী" ছাত্রকল্যান পরিষদ টোকেনের মাধ্যমে জমা রাখি সম্পূর্ণ ফ্রীতে।
সর্বোপরি তিতুমীর কলেজের ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংক্রান্ত প্রয়োজনে পাশে থেকেছি। ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে।
সময় জার্নাল/এমআই