সময় জার্নাল প্রতিবেদক: জানিপপ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, দেশ এবং দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর ছিল নিখাদ ভালোবাসা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছাম্মৎ আর্জিনা খানম।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই উন্নয়নকে টেকসই করার জন্য জননেত্রী হাতকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান।
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও গবেষক আবু সালেক খান।
বিশেষ অতিথির বক্তৃতায় খান,বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নের জন্য গবেষণাগার স্থাপন করার উপর গুরুত্বারোপ করেন।
আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আব্দুস সাত্তার দুলাল। তিনি বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে উজ্জিবীত করার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশিক্ষণ কেন্দ্র চালুর আহ্বান জানান।
আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন আজাদ। তিনি তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু প্রেমিক প্রকৃত নেতাকর্মীদের উপর সুনজর দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
আজকের আলোচনায় সূচনা বক্তব্য প্রদান করেন, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ।
জানিপপ কর্তৃক আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর, পিএইচডি গবেষক ফাতেমা-তুজ-জোহরা লিমা, এশিয়ান টিভিতে কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম রলি, পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম। এছাড়াও আজকের আলোচনা সভায় সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংক কর্মকর্তা ই এন রুমা।
সময় জার্নাল/এমআই