বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে ‘ডি-লিট’ ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রোববার, নভেম্বর ২১, ২০২১
প্রধানমন্ত্রীকে ‘ডি-লিট’ ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মানজনক ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার স্বীকৃতি পাওয়ায় ও জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের চিঠি আমরা ওনার কাছে পাঠাবো। ওনি সম্মতি দিলে ডিগ্রিটা দেয়ার দিন তারিখ ঠিক করা হবে।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল