বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারের ভর্তি মেলা সোমবার (২২ নভেম্বর) শেষ হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে আটদিন ব্যাপী চলা এ ভর্তি মেলা অনুষ্ঠিত হয়।
ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আকর্ষণীয় ছাড়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। শিক্ষার্থীদের আর্থিক ছাড়ের পাশাপাশি টি শার্ট, মগ, ঘড়ি, কলম, মাস্ক, ক্যালেন্ডার, ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
ভর্তি মেলা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে ভর্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান, মো. জুৃলফিকার আলী, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট’র সম্পাদক এম এ গাফফার মিঠু।
ভর্তি মেলার বিভাগীয় স্টল ও ক্যাম্পেইন কার্যক্রমের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন শেষে পুরস্কার ও সনদ তুৃলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, রাজবাড়ি, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ