সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব শাহরিয়ার নিশাত সভাপতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মামুন অর রশিদ, আরিফ বিল্লাহ ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান ইসরাক, মিনহাজুল হক রুমন, মোখলেসুর রহমান সুইট সহ ১২জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক রিমন আল হেলাল, অর্থ সম্পাদক কপিল দেব রায়, উপ-অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।
দপ্তর সম্পাদক সাদমান সাকিব, উপ-দপ্তর সম্পাদক মিলন রানা মুরাদ, প্রচার সম্পাদক রুমন রানা, উপ-প্রচার সম্পাদক শাহিন কাদির। এছাড়াও ছাত্র বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, আইন সম্পাদকসহ আরও ২৪ টি পদে ২৬জন এই কমিটিতে স্থান পেয়েছেন। কার্যনির্বাহি সদস্য হিসেবে রয়েছেন ২৯ জন।
সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক তৌহিদুর রহমান। এছাড়াও আরাফাত সরকার জীবন, সাজ্জাদ বিন ইব্রাহিম, আসাদুজ্জোহা বাঁধন ও নূর ইসলাম।
সময় জার্নাল/এলআর