মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
২০ মার্চ, বুধবার সকালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক (বাসদ) এর সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
এছাড়াও স্থানীয় বাসিন্দারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। এসময় তারা বলেন সুগন্ধা নদীর ভাঙ্গনে মগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই মগড় ইউনিয়নের সুজাবাদে ঐতিহাসিক সুজাবাদের কেল্লা ছিল যার কোন চিহ্ন এখন অবশিষ্ট নেই। আমরা এলাকাবাসী সরকারের কাছে অতিদ্রুত ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।
প্রধান অতিথি ডা. মনীষা চক্রবর্তী বলেন, সুগন্ধা নদীর ভাঙ্গনে মানুষ নিঃস্ব হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে এর আকার আরও ভয়ংকর হবে। তাই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। যার ফলে নদীর দুপাশ ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পায়। প্রশাসনের উচিত এগুলো বন্ধ করে দোষীদের শাস্তির আওতায় আনা।
সময় জার্নাল/এলআর