রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী

সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার-বিষয়ক সহকারী মন্ত্রী রেনা বিটার ঢাকা আসছেন চলতি সপ্তাহের শেষ দিকে। সফরটি যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ ও অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করতে সহায়তার অংশ হিসেবে মার্কিন সরকার ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেওয়ার পর দেশটির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার এই প্রথম ঢাকা আসছেন।

রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও বাংলাদেশের ঢাকা সফর করবেন।

মার্কিন সহকারী মন্ত্রী ঠিক কবে বাংলাদেশে আসবেন, তা জানতে চাইলে ঢাকায় দেশটির দূতাবাস কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ বলতে অপারগতা প্রকাশ করে। 

রেনা বিটার সরকারের ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল