রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

যবিপ্রবি'র জিইবিটি বিভাগের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
যবিপ্রবি'র জিইবিটি বিভাগের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সামিউল আলিম, যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  স্নাতকোত্তর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  


১৩ ডিসেম্বর যবিপ্রবির জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

অত্যাধুনিক গবেষণা ল্যাব সম্বলিত উক্ত বিভাগে আগ্রহী ভর্তিচ্ছুরা ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি/ বোটানি/ ফার্মেসি/ প্রাণিবিদ্যা/ মাইক্রোবায়োলজি/ ফিশারিজ/ এগ্রিকালচার/ ভেটেরিনারিতে ৪ বছরের স্নাতক ডিগ্রি সহ ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সমমান। যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য আবেদন যোগ্যতা শিথিলযোগ্য।

প্রোগ্রামের মেয়াদ : ১.৫  বছর, ২ সেমিস্টার, ৩৯ ক্রেডিট। 
আবেদন ফি: ১০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীর জিইবিটি বিভাগের অফিস বা ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে অথবা সরাসরি অফিস হতে আবেদন ফরম সংগ্রহ করে জমা দিতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র :সমস্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবির দুই কপি।( বি.দ্র: অভ্যন্তরীণ প্রার্থীরা উপস্থিত সার্টিফিকেট সহ আবেদন করতে পারেন।)

 ভর্তি পরীক্ষা: ৩১ ডিসেম্বর এমসিকিউ ( কুইজ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফলাফল প্রকাশ: ভর্তি পরীক্ষার সাত কার্যদিবসের মধ্যে প্রকাশিত হবে।

ভর্তি শুরু : ১৫ জানুয়ারি থেকে। ভর্তি ফরম সরাসরি বিভাগীয় অফিস কিংবা ওয়েবসাইট থেকে www.just.edu.bd থেকে সংগ্রহ করা যাবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল