ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি :
টি-শার্ট (গার্মেন্টস) প্রিন্টের ব্যবসা করে সংসার চালাতেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পল্লব কুমার সাহা। এবার নিজেকে চালানো যেন দায় হয়ে পড়েছে। দুই কিডনিই অকেজো হয়ে গেছে প্রাক্তন এই শিক্ষার্থীর।
তিনি, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনের আইন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভুগতেছেন। যার ফলে ব্যবসাও সেভাবে চালিয়ে নিতে পারছেন না।
বর্তমানে রাজধানীর শ্যামলীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ডাক্তার অতিসত্বর তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এর জন্য প্রয়োজন আনুমানিক ১৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় দেশবাসীর নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পরিবারটি।
পল্লব জানান, সপ্তাহে দুবার তার ডায়ালাইসিস চলছে। তবে তাকে বাঁচানোর জন্য কিডনি প্রতিস্থাপন ছাড়া বিকল্প নেই। তার মা একটি কিডনি দান করতে সম্মত হয়েছেন। আর্থিক অস্বচ্ছলতার দরুণ কিডনি প্রতিস্থাপনজনিত ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম
পল্লব- ০১৮২৩৩৯২১৩৯ (নগদ), ০১৬৭৬৩৬৩৪৬৮ (বিকাশ)
খাদেমুল ইসলাম- ০১৮৬০০৩৯০৬৮ (নগদ)
সুভ্রা কনা বিশ্বাস,
সঞ্চয়ী হিসাব নম্বর- ০২১০৩১৬০৮৭৮৫১ (আইএফসি ব্যাংক), কোটচাঁদপুর উপশাখা (০৬২০)