বুধবার, ফেব্রুয়ারী ৭, ২০২৪
ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রসায়ন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) একাডেমিক ভবনের রসায়ন বিভাগের হলরুমে নবীন ও বিদায় শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজ সম্পন্ন হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'তোমাদের নিয়েই গড়ে উঠুক আমাদের সেরা গণ বিশ্ববিদ্যালয় আর বিদায় শিক্ষার্থীদের দু'য়া ও সফলতা কামনা করি যেন তারা কর্মজীবনে স্বপ্নের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পায় ও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করে।'
বিদায়ী ১১ তম ব্যাচের শিক্ষার্থীদের রেহেনা আফরোজ মৌটুসী বলেন, ' আমি যখন চার বছর আগে এই ডিপার্টমেন্টে এসেছিলাম আমার অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে স্যার আমাদের ইন্টার্ন এর সুযোগ করে দিয়েছেন । এটার মাধ্যমে আমরা অনেক শর্ট টাইমে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের অন্যান্য শিক্ষকরাও খুব আন্তরিক, যেটা আমরা ডিপার্টমেন্ট তথা ইন্টার্নিশিপে গিয়েও উপলব্ধি করতে পেয়েছি ও পাশাপাশি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি।'
নবীন শিক্ষার্থীদের মধ্যে নাহিদ হাসান বলেন, 'আমাদের এখানে উপস্থিত হওয়ার পর যেটা প্রথমে লক্ষ্য করলাম আমাদের শিক্ষকগণ অনেক ফ্রেন্ডলি আমাদের বাবা-মায়ের মতন। তারা আমাদের উন্নত ভবিষ্যতের জন্য এবং একজন কেমিস্ট হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তার বহিঃপ্রকাশ দেখতে পেলাম আমরা।টিচাররা বলেছেন আমরা লাইবেরীতে যেন বেশি করে সময় দিয়ে মাদকাসক্ত না হই। তাঁরা আরো বলেছেন যে শুধু চাকরির জন্য নয়,বিশ্ব রেকর্ডের মধ্যে বিশ্ববিদ্যালয়কে উন্নিত করতে আমাদেরই সর্বোচ্চ চেষ্টা করতে হবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, প্রকৌশল অনুসদের ডিন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিভাগের শিক্ষার্থীরা।
আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সময় জার্নাল/এলআর