এম.পলাশ শরীফ:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় চত্তরে আলোচনা সভা প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি বদিউজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মো. এবাদুল ইসলাম শাহিন।
বিশেষ অথিতির বক্তৃতা করেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ফারুক হোসেন সামাদ, যুগ্ম-আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান মিলন।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান পলাশ, যুবদল নেতা তালুকদার হোসাইন রনি, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন সোহাগ, ছাত্রদল নেতা আলামিন হোসেন রাসেল, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা রাসেল মোহাম্মদ শামীম, মাহফুজুর রহমান সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বসে নেই এখনও তারা ষড়যন্ত্র করছে। আগামী সংসদ নির্বাচনে দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিৎ করতে হবে।
এমআই