বুধবার, ২৬ মার্চ ২০২৫

দিনাজপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

রোববার, মার্চ ২৩, ২০২৫
দিনাজপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের দশম গ্রেড হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে  প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ ২০২৫) বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের ব্যানারে দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিকে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত 'উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবর্তিতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের অধঃস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়। 

উল্লেখ্য ১৯৯৪ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই সুদীর্ঘ ৩০ বছরে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি দশম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।

২। ইউএপিইওগণ তাদের চাকুরীর কর্মপরিধির বাহিরে বিভাগীয় কাজের পাশাপাশি অন্যান্য বিভাগের ৯ম গ্রেডের কর্মকর্তাগণের ন্যায় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। ভোটার রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে সহকারী রেজিষ্ট্রেশন অফিসার, নির্বাচনে প্রিজাইডিং অফিসার, ভিজিএফ ও ভিজিডি সংক্রান্ত কাজে তদারককারী কর্মকর্তা, সমাজসেবামূলক কাজ, পরিবার পরিকল্পনা সংক্রান্ত কাজ, স্বাস্থ্য সেবা ও নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে সহায়তা প্রদানসহ জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে থাকেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এমএফ (আইসি) ২/৭৩/৩ নং স্মারক অনুযায়ী নন ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) কর্মকর্তার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং ইউএপিইওগণের নিয়োগবিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী একই।

স্মারকলিপি আরো বলা হয়, বর্তমানে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদিত পদসংখ্যা ২৬০৭ টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদসংখ্যা ৫১৬টি। উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদসংখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদসংখ্যার পাঁচগুণেরও বেশি। নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদের ৫০ শতাংশ হিসেবে ২৫৮টি পদে প্রতি ১০ জনে ১ জন ইউএপিইও পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। ফলে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ একই পদে চাকুরী করছেন, এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশ্য সৃষ্টি হচ্ছে এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। তাদের পদমর্যাদা বৃদ্ধি করা হলে পদোন্নতির প্রত্যাশা অনেকাংশে পুরণ হবে এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে।
 সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মামলার পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ ২০২৫ তারিখে সিভিল রিভিউ পিটিশন ১২৪/২০২২ খারিজ হয় এবং মূল মামলার রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ এর রায় বহাল থাকে। অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ৯ মার্চ ২০১৪ হতে ১০ম গ্রেডে উন্নীতকরণের চূড়ান্ত রায় প্রদান করা হয়। উল্লেখ্য ইউএপিইওগণ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধায়ক, মেন্টর, মনিটর, এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা। এক্ষেত্রে ইউএপিইও, প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।

এসব বিবেচনায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের দশম গ্রেড হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি  প্রদানের সময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী ও সাধারণ সম্পাদক মােঃ ইবনে মাসুদ রানাসহ এসোসিয়েশনের  অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল