মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

ফরিদপুরে নিক্সনের সহচর কাওসার হেলমেট বাহিনীর সহযোগী সহ গ্রেফতার

বুধবার, মার্চ ২৬, ২০২৫
ফরিদপুরে নিক্সনের সহচর কাওসার হেলমেট বাহিনীর সহযোগী সহ গ্রেফতার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার অন্যতম আসামী, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দকে তার এক দুর্ধর্ষ সহযোগী যুবলীগের হেলমেট বাহিনীর সদস্য তসলিম বিশ্বাস সহ গ্রেফতার করেছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল গ্রেফতারের খবরটি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেট কার তল্লাশী করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে আটক করা হয়।
 
কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।

এসআই ফাহিম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময়  ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে  কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে আটকের পর তারা বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেনি। এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। এছাড়া পুরো ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্নস্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে আকন্দ কাউসার তার দলবল ও অস্ত্রশত্র নিয়ে সশস্ত্র মহড়া চালায় এবং বিভিন্ন স্থানে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত ও হুমকিধামকি দেয় বলে পুলিশের নিকট অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল