মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মার্কিন মদদে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের লড়াইয়ে সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষক-শিক্ষার্থীরা এবং 'The world stops for Gaza' কর্মসূচীর সাথে একাত্মতা জানিয়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে গবি প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন ট্রান্সপোর্ট ইয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাইশ মাইলে গিয়ে বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
মিছিল চলাকালীন তারা 'ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল'বি ফ্রি', 'জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ', 'নিপাত যাক, নিপাত যাক, জায়োনিজম নিপাত যাক', 'নিপাত যাক নিপাত যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক', 'ফিলিস্তিন জিন্দাবাদ, জায়োনিজম মুর্দাবাদ' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম বলেন, "ইসরায়েলিরা ফিলিস্তিন উপত্যকা ধ্বংস করে দিয়েছে। মার্কিনরা প্রতিনিয়ত মানবতার গল্প শোনায় কিন্তু ফিলিস্তিন ও গাজার প্রতি মানবতা থাকে না। আজকে এই সমাবেশ থেকে আমাদের শপথ থাকবে-মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার।"
ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী জিন্নাহ ফেরদৌস বলেন, "প্যালেস্টাইনে প্রতিনিয়ত সকল মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। তারা আমাদের সবচেয়ে পবিত্র ভূমি জেরুজালেম দখল করে নিয়ে সকল মিনার ধ্বংস করে দিচ্ছে। এর আগে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে কিন্তু তাতে কোনো লাভ হয় নি। এখন আমাদের জিহাদ করে ইসরাইলিপণ্য বয়কট এর মাধ্যমে তাদের কর্মকান্ডের তীব্র নিন্দা জানাতে হবে।"
সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান। তিনি বলেন, "আমরা চাই সারা বিশ্বের মুসলিম সম্প্রাদায় যদি একজোট হয় তবে এই সাম্রাজ্যবাদী সংস্কৃতি রুখে দেওয়া সম্ভব। তারা চেয়েছে ইসলামকে ধ্বংস করতে ও ইসলামের চিহ্ন মুছে দিতে। আজকে ফিলিস্তিনে এই ইসরাইল ফ্লোরিং বোমা দিয়ে সকলকে অক্সিজেন সংকট হত্যা করছে। ইসরাইল এখন সবচেয়ে বড় বিষফোঁড়া।"