সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি ক্লাবের ২০২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনিত হয়েছেন বিভাগের প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম।
শনিবার (১৯ এপ্রিল) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
এছাড়াও ক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান শাহ। কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন টগর আহমেদ, জেসিয়া আক্তার তন্নি, মোছা সানজিদা আক্তার আঁখি, ফাহিম ফারদিন, মোছা: ছুম্মা খাতুন, জোনায়েদ হাসান, খোন্দকার জেরিন তাসনিম, আবু তাহের ভূইয়া ফাহিম, রাবেয়া খন্দকার।
ক্লাবের ট্রেজারার সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, ‘আমরা এই প্লাটফর্মে নতুন। পূর্ববর্তী কমিটির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সকল ক্ষেত্রে সকল কাজে স্বচ্ছতা বজায় রাখতে চাই। এখানে যেমন সুষ্ঠ গনতন্ত্র এবং জবাবদিহিতা আছে দেশের প্রতিটা সেক্টরে এমন সুষ্ঠু ধারার গনতন্ত্র এবং জবাবদিহিতা চালু হোক।’
সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ বলেন, ‘একাডেমিক কার্যক্রমের বাইরে বিভিন্ন অংশগ্রহণ মূলক কাজের জন্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি বিশাল সুযোগ। এতে করে বিভাগের শিক্ষার্থীরা আরও উপকার পাবে।’
এমআই