তামান্না আক্তার, খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তফসিল প্রকাশ করে। প্রধান নির্বাচন কমিশনার ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. খসরুল আলম এবং সহকারী নির্বাচন কমিশনারগণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, ২৩ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ এপ্রিল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৭ এপ্রিল একই সময়ে মনোনয়নপত্র জমা এবং বিকাল ৫টা ৩০ মিনিটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৫টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ শেষে সেদিন গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে খুবিসাসের পঞ্চম কার্যনির্বাহী পরিষদ।