মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) এর উদ্যোগে 'বিল্ডিং মার্কেটেবল স্কিলস ডিউরিং ইউনিভার্সিটি' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় আইকিউএসি কনফারেন্স হলে এই সেমিনারটি আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান বক্তা সাদিয়া ইসলাম প্রমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে সিভি প্রস্তুতকরণ, সিভির গুরুত্ব, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত যোগ্যতা, ক্লাব কার্যক্রম থেকে অর্জিত দক্ষতা এবং তার বাস্তবিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে সভাপতি মোছা. রাফিয়া তাছনিম রিতি বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক কর্মজীবনের প্রেক্ষাপটে শুধুমাত্র ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের প্রয়োজন যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তিগত দক্ষতা এবং সর্বোপরি নিজেকে উপস্থাপন করার সক্ষমতা। যা চাকরির বাজারে নিজেদেরকে আলাদা করে তুলে ধরতে সহায়তা করবে।"
জিবিসিডিসি'র পরামর্শদাতা তানিয়া আহমেদ বলেন, "জিবিসিডিসি'র সদস্যরা তাদের ধারাবাহিকতা বজায় রেখে সময়োপযোগী প্রোগ্রাম করে যাচ্ছে। এতে করে শিক্ষার্থীদের মান উন্নোয়নে সহায়তা করছে।"
সেমিনারে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও জিবিসিডিসি'র সকল সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।