নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
"আত্মবিশ্বাসে আত্মরক্ষা" এই অঙ্গিকারকে সামনে রেখে বহ্নিশিখা-গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এসময় রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের আত্মরক্ষা প্রশিক্ষণে উত্তীর্ণ-৮৫ নারী শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় টায় কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অমুষ্ঠানে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি মোছা. রাবেয়া খাতুনের সভাপতিত্বে মিফতাহুল জান্নাত ও শারমিন ফেরদৌস রিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
তিনি বলেন,'নারীরা শুধু আত্মরক্ষায় নয়, আত্মমর্যাদার সাথে দেশের প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নারীরা শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে অগ্রগতির থাকে অবদান রাখছে।'
নারীদের এই এগিয়ে চলা ভবিষ্যতে আরো সামাজিকভাবে মর্যাদা লাভ করবে বলে তিনি আশাব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভায়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির বলেন, 'করোনাকালীন সময়ে যাত্রা শুরু করা গ্রীন ভায়েসের অন্যতম শাখা বহ্নিশিখার বর্তমানে নারীদের আত্ম উন্নয়নে কাজ চলমান রেখেছে। নারীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে বহ্নিশিখা পরিবারের ন্যায় ভরসার স্থান হিসেবে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে।'
অদূর ভবিষ্যতে তরুণ শিক্ষার্থীরা বহ্নিশিখা কে পাশে রেখে তাদের আত্মবিশ্বাস উন্নয়নের মাধ্যমে সমাজের সকলে ক্ষেত্রে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা হঠাৎ আক্রমণ, হয়রানি, অপহরণ, ছিনতাই বা শারীরিক নিপীড়নের পরিস্থিতিতে নিজেদের প্রাথমিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, গ্রীন ভয়েস কলেজ শাখার উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.গোলাম জুয়েল কিবরিয়া, গ্রীন ভয়েস কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলী প্রমুখ।
বহ্নিশিখা-গ্রীন ভয়েস কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে নারীদের জন্য এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।